ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেসরকারী এনজিও সংস্থা আশা’র উদ্যোগে ৩ দিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই ফিজিওথেরাপী ক্যাম্পিং। ৩ দিন ব্যাপী ক্যাম্পিংয়ে ১৫০জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপী সেবা প্রদান করা হয়।
ফিজিওথেরাপী ক্যাম্পিংয়ের সমাপনী দিবসে আশা’র ব্রাহ্মণবাড়িয়া জেলা সিনিয়র ম্যানেজার মো.ইউনুছ আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন: সিনিয়র রিজিওনাল ম্যানেজার কসবা অঞ্চল মো.মাহতাব মিয়া, কসবা পৌর কাউন্সিলর মো.আবু ছায়েদ, উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার নয়ন চন্দ্র দাস, কুটি ব্রাঞ্চ ম্যানেজার মো.সেলিম মিয়া, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার বিনোদ চন্দ্র দাস ও ফিজিওথেরাপী চিকিৎসক ডা:দেবাশিষ ঘোষ। অনুষ্ঠানে কসবা সদর ব্রাঞ্চের এক অসুস্থ্য সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং অপর এক সদস্যের মৃত্যুদাবী’র অর্থ পরিশোধ করা হয়। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।