ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শনিবার ( ৭ মার্চ) সকালে সেবামুলক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উদ্যোগে উপজেলার খাড়েরা গ্রামের বড়বাড়ি কবরস্থান মসজিদের অজুখানা, বৈদ্যুতিক মটর ও পানির ট্যাংকের যাবতীয় কাজের উদ্বোধন ও আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র মাতা জাহানারা হকের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি মো.আশফাতুল হোসেন ভ’ইয়া (এলমান) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সংগঠনের উপদেষ্টা নহুলিয়া হোসেন ভ’ইয়া (সিহাব), সাবেক মেম্বার মো.ওয়াছেদ আলী, গ্রামের বিশিষ্ট মুরুব্বী মো.নুরুল আমিন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারন সম্পাদক সজিব রানা ও সিনিয়র সহ সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আল আমিন সরকার। এসময় অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সহসভাপতি শেখ মো.শফিকুজ্জামান, সহ সভাপতি আমিন ভ’ইয়া, যুগ্ম সাধারন সম্পাদক আল আমিন আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো.এরশাদুল হক সোহাগ, প্রচার সম্পাদক মো.তুষার খানসহ কার্যকরী সদস্যগন, সাংবাদিক, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তৃতায় কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান বলেন : অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সাহিত্য চর্চার পাশাপাশি প্রায় দেড় যুগ ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। সংগঠনের সদস্যদের উপার্জিত অর্থ দিয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন, গরীব দু:খী পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ন অবদান রাখছে। আমরা এই মানবিক সংগঠনটির সর্বাঙ্গিন সফলতা ও সমৃদ্ধি কামনা করছি। পরে প্রধান অতিথি খাড়েরা ইউনিয়ন কেন্দ্রিয় শ্রমিক লীগ’র কার্যালয় পরিদর্শন করেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post