প্রশান্তি ডেক্স॥ যেসব অঞ্চলে করোনাভাইরাসে বেশি আক্রান্ত হবে সেসব অঞ্চল প্রয়োজনে লকডাউন (অবরুদ্ধ) করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চায়না করোনাকে নিয়ন্ত্রণে নিয়েছে লকডাউনের মাধ্যমে। অন্যান্য দেশও তাদের অনুসরণ করছে। লকডাউন করাটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা ভাইরাসটি ছড়ানো রোধ করতে পারি। কোন কোন এলাকা লকডাউন করা হতে পারে- জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দু-একটি এলাকার খবর আমাদের কাছে আসে। এটা হলো— মাদারীপুর, ফরিদপুর এলাকা। আরেকটা আছে শিবচর এলাকা। এসব এলাকাতে বেশি দেখা যাচ্ছে। যদি অবনতি ঘটে তাহলে আমরা লকডাউনের দিকে যাবো। আক্রান্ত ১৭ জনের মধ্যে বেশিভাগই মাদারীপুর, ফরিদপুরের। ওখানকার লোক বিদেশে থাকেও বেশি। সেজন্য আমরা সেসব এলাকা বেশি ক্রিটিক্যাল মনে করছি। সংক্রমণ বাড়লে আমরা লকডাউন করে দেব। তিনি বলেন, এখন পযন্ত প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষকে আমরা কোয়ারেন্টিনে রেখেছি। এটা আমাদের বিরাট সফলতা। আর যারা কোয়ারেন্টাইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। লকডাউন তো একটা বড় সিদ্ধান্ত। পরিস্থিতি বেশি খারাপ হলে, আরও বেশি আক্রান্ত হলে এটি করতে হবে। আমরা তো এখন ভালো পরিস্থিতিতে আছি বলে মনে করি। অন্য দেশের তুলনায় আমাদের আক্রান্তের সংখ্যা কম। মৃত্যুর সংখ্যা মাত্র একজন। এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় দেশের স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্যমন্ত্রী। মাদারীপুর ও ফরিদপুরের কিছু এলাকায় সীমিত আকারে উপজেলা প্রশাসনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য যান চলাচলে এমনকি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হওয়া নিষিদ্দ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে আরো সম্প্রসারিত করা হবে বলেও জানা গেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post