করোনায় মুমিনের মৃত্যু হলে শহীদ…আজহারী

প্রশান্তি ডেক্স॥ প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে মুমিন ব্যক্তির মৃত্যু হলে তিনি শহীদের মর্যাদা পাবেন বলে জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শহীদ হওয়ার ব্যাখ্যায় তিনি একটি হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। গত মঙ্গলবার (১৭ মার্চ) করোনা নিয়ে সচেতন করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন আজহারী। এসময় তিনি মুসনাদে আহমাদ ইবনে হাম্বলের একটি হাদিস পড়ে শোনান।াজহারী বলেন, আল্লাহর রাসুল (স.) বলেছেন, কোনো বিশ্বাসী ব্যক্তি যদি মহামারিতে আক্রান্ত হয়ে মারা তাহলে এটা সাধারণ মৃত্যু নয়। এটা হবে শাহাদাতের মৃত্যু। এই মহামারি হলো আমার উম্মতের জন্য শাহাদাতের মর্যাদা। এটা তাদের জন্য রহমত।তিনি বলেন, আমরা সুস্থ থাকার চেষ্টা করব। তবে এই মহামারিতে আক্রান্ত হয়ে কেউ যদি মারাও যায় তাহলে মুমিনের জন্য এটা শাহাদাতের মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published.