ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর এলাকার আকাবপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী বিল্লাল হোসেন (৪৫) কে গাঁজা প্যাকেটরত অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৫ মার্চ) ভোরে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে আকবপুর গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিল্লাল একাধিক মাদক মামলার আসামী।কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, গ্রেপ্তারকৃত বিল্লাল বাসায় বসে মাদক পাচারের জন্য প্যাকেট করছিলো। গোপন সংবাদে এসআই আশরাফ কামালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে এলাকার নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে একাধিক মাদক মামলার আসামী। বিজ্ঞ আদালতের মাধমে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়েছে।