ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাজাপ্রাপ্ত ইয়াবারানী শান্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শান্তা ৭টি মাদক মামলার আসামী। দীর্ঘদিন যাবত শান্তা মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় পুলিশ। তার অনুপস্থিতিতে একটি মাদক মামলায় তার বিরুদ্ধে ৩ বছরের সাজা প্রদান করেছেন বিজ্ঞ আদালত। গ্রেপ্তারকৃত শান্তা পৌর এলাকার গুরুহিত গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান; গ্রেপ্তারকৃত শান্তা এলাকায় কুখ্যাত ইয়াবারানী হিসেবে পরিচিত। উশৃঙ্খল জীবন যাপন ও মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত সে। তার বিরুদ্ধে কসবা ৭টি মাদক আইনে মামলা চলমান রয়েছে। গতকাল তাকে একটি সাজার মামলা গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।