প্রশান্তি ডেক্স॥ যারা জাতির জনক বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে, তারা আজ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন নিশ্চিহ্ন হওয়ার পথে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নস্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আরো এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এসে আমরা নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবোই। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলে মুজিববর্ষে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা আজ নতুন করে শপথ নিচ্ছি- উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার। এ জন্য দেশের মানুষের সহযোগিতা চাই।