সাবেকুন নাহার মুক্তা
 প্রদীপ্ত শিশুর জন্ম টঙ্গীপাড়া
 বিশ্বময় জাগে সারা,
 সে যে বাংলার খোকা
 সকল বাঁধন হারা ।
 হতো সুখী পরের সুখে
 দুঃখী অন্যের দুঃখে,
 অন্যায় এলে দাঁড়াতো রুখে
 দেশ প্রেম ছিল বুকে ।
 ভাঙ্গে পাকিস্তানি সব আইন
 ঘোরায় দেশের ঘাইন,
 ফাটায় জয় বাংলার মাইন
 ঘুচায় পাকিস্তানি পাইন ।
 ক্ষণজন্মা সেই খোকা
 বঙ্গবন্ধু, মহান নেতা;
 ১৭-ই মার্চ জন্ম শতবার্ষিকী
 লও বাঙ্গালীর শ্রদ্ধাঞ্জলি ।
