ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। ভোরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ৩১ বার তোপধ্বনি শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, অফিসার ইনচার্জ লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহিদুল্লাহ, পৌর কমান্ডার সুবেদার (অব:) আবদুর রহিম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৮টি ভুমিহীন দরিদ্র পরিবারের মাঝে ভুমির কবুলিয়াত কাগজ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অপরদিকে সকাল ৮ টায় কসবার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে সিডিসি স্কুলে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সিডিসি’র ছাত্র শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। সেখানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলণ করে। উপজেলার দরিদ্র ১০ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় বিদ্যালয় প্রতিষ্ঠাতা মো. সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা, নাজমুল হক সকল, সন্ধ্যা রানী সাহা, অলিউল্লাহ সরকার অতুল, আমিনুল ইসলাম দুলাল প্রমুখ।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post