প্রশন্তি ডেক্স॥ মাদারীপুরের শিবচরের সেরেলা আক্তার হেনা ১৫ বছর পর বাড়ি ফিরলেন সেলিম রেজা হয়ে। নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়ে ফিরে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে একনজর দেখার জন্য এলাকার মানুষ ভিড় করছে তার বাড়িতে। যদিও পুরুষে রূপান্তরিত হওয়া সেলিম রেজার দাবি হরমনজনিত কারণেই তার এই পরিবর্তন হয়েছে। সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের সেকান্দার খানের সন্তান। স্থানীরা সূত্রে জানা যায়, ১৫ বছর আগে সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা পড়াশুনা করার জন্য ঢাকায় চলে যান। তখন তিনি সম্পূর্ণ নারীর মতোই ছিলেন। লম্বা চুল, আচার-আচরণ, ওঠা-বসা সবই ছিল নারী মতোই। তবে গেল বেশ কয়েক বছর যাবৎ হরমনজনিত কারণে তার আচরণ পুরুষের মতো হতে শুরু করে। ধীরে ধীরে তিনি পরুষের মতো আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে একজন পরুষের মতোই তার দৈনন্দিন চলাফেরা শুরু হয়। এলাকাবাসী জানান, তিনি নাকি বিয়েও করেছেন। বিয়ে করা স্ত্রীকে নিয়েই গ্রামের বাড়ি শিবচর উপজেলার নিলখীতে আসেন গত সপ্তাহে। এ খবর শুনে এলাকার মানুষ উৎসুক হয়ে সেলিম রেজাকে দেখতে তার বাড়িতে ভিড় করেন। সেলিম রেজার দাদী আসমা বেগম জানান, সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা আমার চোখের সামনেই বড় হয়েছে। তখন দেখেছি সে সম্পূর্ণ রূপেই মেয়ে ছিল। তবে ১২-১৫ বছর আগে তারা ঢাকা চলে যায়। বেশ কয়েক বছর আগে আমি ঢাকায় তার বাসায় গিয়েছিলাম। তখনও সে সালোয়ার কামিজ পরতো। কয়েক বছর ধরে শুনছি হেনা নাকি পুরুষ হয়ে গেছে। গত সপ্তাহে বাড়ি আসার পর আমরাতো প্রথমে চিনতেই পারিনি। সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা জানান, সত্যি বলতে আমি মেয়েই ছিলাম। আমার আচার-আচরণ, কথা-বার্তা সম্পূর্ণই মেয়েদের মতো ছিল। তবে আমার হরমনজনিত একটা রোগ ছিল। যেটা আমি ছোট বেলা থেকেই টের পেয়েছি। মেয়েদের মতো দেখা গেলেও মেয়েদের অনুভূতি হতো না। আস্তে আস্তে এই রোগটা বাড়তে থাকে। একপর্যায়ে আমার শারীরিক গঠন ও আচরণ সম্পূর্ণই পুরুষের মতো হয়ে পড়ে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post