ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন ৯ হাজার প্রবাসী…কোয়ারেন্টিনে মাত্র ১৪

প্রশান্তি ডেক্স॥ পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ৮ হাজার ৯৭৪ জন প্রবাসী বাংলাদেশে এসেছেন। তারা সবাই করোনা আক্রান্ত দেশ থেকে ফিরেছেন। এছাড়া বিষয়টি নিয়ে পুলিশকে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কন্ট্রোল অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে হোম কোয়ারান্টিন বিষয়ে ও তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রেরণ করার জন্য বলা হয়েছে। মন্ত্রণালয়ের এই নির্দেশনা জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দিয়েছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বিগত সময়ে যারা দেশে এসেছেন, মন্ত্রণালয় থেকে প্রবাসীদের এমন একটি তালিকা এসেছে; তাদের প্রতি খেয়াল রাখার জন্য বলা হয়েছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।এদিকে হোম কোয়ারেন্টিনে না থাকায় জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামে মনির হোসেন নামে এক ওমান ফেরত প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ মার্চ তিনি দেশে ফেরেন। কিন্তু স্বাস্থ্য বিভাগের পরামর্শ না মেনে হোম কোয়ারেন্টিনে থাকার বদলে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ খবর পেয়ে গত বুধবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন সারোয়ার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রবাসীকে অর্থদন্ড দিয়ে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম জানান, প্রতিটি ইউনিয়নে গত বৃহস্পতিবার থেকে কমিটি করে দেওয়া হবে। যাদের দেশে ফেরার ১৪ দিন অতিক্রম হয়ে গেছে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার দরকার নেই। যাদের অতিক্রম হয়নি, তাদেরকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published.