ভেজাল বিরোধী অভিযানে র্য্যাবকে দরকার নেই…শিল্পমন্ত্রী

প্রশান্তি ডেক্স॥ ভেজাল বিরোধী অভিযানে র‌্যাবকে দরকার নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, র‌্যাব তো আর হলুদ না যে সব তরকারিতে দিবে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে একটি জাতীয় দৈনিকের ভেজালবিরোধী প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ভেজালবিরোধী অভিযান চালানোর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই’সহ অন্যান্য সংস্থা আছে। এখানে র‌্যাবের কোন প্রয়োজন নেই বলে মন্তব্য তার। তিনি বলেন, র‌্যাব সবকিছু করবে? র‌্যাব তো আর হলুদ না যে সব তরকারিতে দিবে। র‌্যাব আমাদের সহযোগিতা করবে যখন আমরা চাইবো। তবে ভেজাল বিরোধী অভিযান নিয়ে মন্ত্রীর বিপরীতমুখী অবস্থানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তার মতে, ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকারীরা সমাজের জন্য নীরব ঘাতক। তাই কারো তদবির না শুনে আইনের কঠোর প্রয়োগ চান তিনি। খাদ্যপণ্য থেকে প্রসাধনী সামগ্রী এমনকি জীবন রক্ষাকারী ওষুধ-সবক্ষেত্রে ভেজালের দাপট। নামি-দামি ব্র্যান্ডের প্রায় সব পণ্যই নকল হচ্ছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ক্রেতারা। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে নিয়মিত কার্যক্রমের বাইরেও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এলিট ফোর্স-রর্‌্যাব। অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, যদি মার্কেটে গিয়ে দেখেন, কোম্পানিকে দেয়া লাইলেন্সের ক্রুটি রয়েছে। ওই কোম্পানির লাইসেন্স বাতিল করতে হবে। তার প্রোডাকশন বাতিল করা হবে। এর দায় কোম্পানিকে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published.