শতবর্ষ আগে এই বাংলায় জন্মেছিল এক মহামানব

প্রশান্তি ডেক্স॥ ১৭ মার্চ, বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করে সরকার। জন্মদিনদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন। গত সোমবার (১৬মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব শুভেচ্ছা জানিয়ে বলেন- ‘ শতবছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published.