এসএ টিভির ৩২ কর্মীকে ছাঁটাই…তথ্যমন্ত্রীকে চিঠি

প্রশান্তি ডেক্স॥ বিনা নোটিশে কারণ ছাড়া একদিনে এসএটিভির ৩২ জনকে ছাঁটাই করার প্রতিবাদে তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে চিঠি দেয়া হয়েছে। গত সোমবার মন্ত্রণালয়ে এই চিঠি দেন ছাঁটাই হওয়া গণমাধ্যমকর্মীরা। চিঠিতে লেখা হয়েছে, আমরা এসএ টেলিভিশন প্রাইভেট লিমিটেডে কমরত সদ্য চাকরিচ্যুত অসহায় কর্মীবৃন্দ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গত ২১ মার্চ হঠাৎ করেই কোন রকম নোটিশ বা কারণ না দেখিয়েই বিভিন্ন বিভাগে কমরত ৩২ জন সংবাদকর্মীকে বরখাস্ত করেছে এসএ টেলিভিশন কর্তৃপক্ষ। এখানে আমাদের সবার ফেব্রুয়ারি মাসেরই বেতন বকেয়া রয়েছে। এছাড়া দেশজুড়ে যখন করোনাভাইরাসকে প্রতিহত করতে বিভিন্ন মানবিক পদক্ষেপ নেয়া হচ্ছে, সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষায় নানা উদ্যোগ নেয়া হচ্ছে, ঠিক তখনই একযোগে চাকরি কেড়ে নিয়ে ৩২ কর্মী ও তাদের পরিবারকে অসহায় অবস্থায় ফেলে দিল এসএ টেলিভিশন কর্তৃপক্ষ। চিঠিতে অভিযোগ করা হয়, এর আগেও বেতন বকেয়া ও দফায় দফায় কর্মী ছাঁটাইসহ সাধারণ কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেছে বর্তমান কমরত বার্তাপ্রধান মাহমুদ আল ফয়সাল। এতে আরও লেখা হয়েছে, এমন অবস্থায় পুরো বিষয় ও পরিস্থিতি বিবেচনা করে এদেশের নাগরিক ও শ্রমিক হিসেবে প্রচলিত আইন অনুসারে প্রাপ্য সামাজিক ও আর্থিক সুরক্ষা এবং সুবিচার পেতে অসহায় কর্মীদের সহায় হওয়ার জন্য মন্ত্রী মহোদয়কে আকুল আবেদন জানাচ্ছি। চিঠিটি দুপুরে মন্ত্রণালয়ে রিসিভ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.