সচেতনতার জন্য প্রশাসনকে মাঠে নামানো হয়েছে, জুলুম করার জন্য নয়… আনিছুল হক

প্রশান্তি ডেক্স॥ মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিছুল হক বিবেকের তাড়নায় এবং সততার ও দায়িত্বের ন্যায়পরায়নতায় থেকে মানদন্ডকে সমান্তরাল রেখে রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেছেন “ সচেতনতার জন্য প্রশাসনকে মাঠে নামানো হয়েছে, জুলুম করার জন্য নয়”। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী ভাষনের পর বাংলাদেশ যখন লকডাউন করা হলো তখন মাঠে নামানো হলো পুলিশ প্রশাসনকে এবং তাদেরকে সহায়তার জন্য আর্মি এবং নেভি ও অন্যান্য ফোর্স ব্যবহার করা হচ্ছে। জনগণকে সচেতন করে ঘরমুখো করা যাদের দায়িত্ব তারা কিনা লাঠির আঘাতে জর্জরিত করে যাচ্ছে আমাদের স্বাধীনতা ও বিবেক বোধকে। কোন কোন স্থানে আর বিরল অপমানের দৃশ্যও দেখতে হচ্ছে। তাই সব মিলিয়ে পুলিশের আইজি এবং সরকার প্রধানের ভালবাসা মিশ্রীত আদেশকে রুক্ষ করে তুলছে অনধিকার চর্চায়। তাই মাননীয় মন্ত্রীমহোদয় এই বাক্যদ্বয়গুলো উচ্ছারণ করে সকলের দায়িত্ব সম্পর্কে সচেতন করেছেন মাত্র।

Leave a Reply

Your email address will not be published.