চিকিৎসক ও নার্সদের পিপিই’র বদলে দেওয়া হচ্ছে…রেইনকোট

প্রশান্তি ডেক্স॥ সাতক্ষীরায় পিপিই’র বদলে রেইনকোট ক্রয় করার জন্য টাকা দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক চিকিৎসক জানান, গ্লোবস দেয়া হচ্ছে। মাস্ক আমরা নিজেরাই কিনে নিচ্ছি। আর পিপিই’র বদলে রেইনকোট ক্রয় করার জন্য টাকা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় সাহা জানান, সরকারিভাবে আটটি পিপিই পেয়েছি। যেগুলো চিকিৎসকদের মাঝে ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। এছাড়া মাস্ক ও গ্লোবস এখনও পাইনি। তবে নিজ উদ্যোগে কেউ কেউ ব্যবহার করছেন। এদিকে, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহাঙ্গীর হোসেন জানান, জেলাব্যাপী হাসপাতালের সকল চিকিৎসক ও নার্সদের মাঝে গ্লোবস, মাস্ক ও পিপিই বিতরণ করা হয়েছে। সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোনও সমস্যা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published.