চিকিৎসক নার্স…সেনাবাহিনীকে সাকিবের স্যালুট

প্রশান্তি ডেক্স॥ করোনা ঠেকাতে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। এ ছাড়া চিকিৎসক ও নাসরাও আছেন। দিন রাত কাজ করা এসব লড়াকু মানুষকে স্যালুট জানালেন সাকিব আল হাসান। চীন হয়ে ইউরোপ ঘুরে বিশ্বভ্রমণের পথে বাংলাদেশেও ঘাঁটি গেড়েছে করোনাভাইরাস। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশে ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন চারজন। ভাইরাসটির প্রকোপ আরও বাড়বে, তা নিশ্চিত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব সব নিয়মকানুনই মেনে চলছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে ১৪ দিনের স্বেচ্ছানির্বাসনে আছেন। এমনকি দেখা করেননি নিজের মেয়ের সঙ্গেও। গত মঙ্গলবার রাতে ফেসবুক পেজে কথাগুলো লেখেন সাকিব, ‘সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের, যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন। আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো-বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সমযয়ে তাদের সহায়তা করা। তবেই আমরা এক সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।’
এর আগে বাংলাদেশে বিদেশফেরত নাগরিকদের প্রতিও কিছু কথা বলেছিলেন সাকিব। এই তারকা অলরাউন্ডার নিজের ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচারিত ভিডিওতে বলেছিলেন, ‘যদি কেউ বিদেশফেরত থাকেন, তাহলে অবশ্যই নিজেকে ঘরে রাখা এবং ঘর থেকে যাতে বাইরে না যাওয়া হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। একই সঙ্গে আরেকটি ব্যাপার মনে রাখতে হবে, যেন আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী এসে আপনার সঙ্গে দেখা করতে না পারেন। ১৪ দিন আপনাকে ঘরে থাকতে হবে, যেটা খুবই জরুরি।

Leave a Reply

Your email address will not be published.