নরসিংদীতে প্রবাসীদের বাড়িতে স্টিকার লাগাচ্ছে পুলিশ

প্রশান্তি ডেক্স॥ নরসিংদীতে বিদেশফেরত ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করে ‘কোয়ারেন্টাইন হোম’ লেখা স্টিকার লাগানোসহ বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের খোঁজ নিচ্ছে জেলা পুলিশ। সূত্র জানায়, নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা প্রবাসীর হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মানা হচ্ছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে ব্যতিক্রম পেলে তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। দেশে দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে একটি কমিটি করা হয়েছে। উক্ত কমিটি স্পেশাল ব্রাঞ্চ (বিশেষ শাখা) থেকে নরসিংদী ফিরে আসা প্রবাসীদের তালিকা সংগ্রহ এবং থানাভিত্তিক তালিকা করে তা সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠাচ্ছে। তালিকা অনুযায়ী থানা পুলিশ ফিরে আসা প্রবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে কমপক্ষে ১৪ দিন সঠিক উপায়ে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় খোঁজ-খবর নিচ্ছেন ও বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রবাসীদের পরিবারের সদস্যদের বাচাঁতে এবং এ ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার, হাত ধোয়াসহ প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ।
নরসিংদির মতো সারা বাংলাদেশে বিদেশ ফেরতদের বাড়িতে এমন ষ্টিকার এর ব্যবস্থা করা জরুরী। এবং সতর্কতা বার্তাও ঐ বাড়ির ফটকে টাঙ্গানো উচিত। এই ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ রইল।

Leave a Reply

Your email address will not be published.