সরকারী অফিস কি লক ডাউন? উত্তরা ভুমি অফিস কি বন্ধ!

আমরা জানামতে সরকার কোন অফিস – আদালত এখনও লক ডাউন বা ষাটডাউন করেনি; তারপরও কিছু অফিস পাড়াই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে যে, আগামী ১ তারিখের পরে আসুন। সমস্ত কাজ আগামী ১ তারিখের পরে হবে। তাহলে ১ তারিখের পরে এর ব্যাখ্যা দেয়া জরুরী। অপরদিকে সরকার যদি লক ডাউন করে দেয় তাহলে ঘোষণা আসা জরুরী। নতুবা জনমনে অনেক প্রশ্নের উদয় হবে…
আমার মতে সরকারের লকডাউন করা দরকার: ভিসা অফিস, (তবে ভিসা জটিলতার ক্ষেত্রে জরিমানাবিহীন তিন মাস মেয়াদাী ভিসা দেয়া হবে যখন আবেদন করার সুযোগ দেয়া হবে{পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে}), ব্যাংক, ভুমি অফিস, সচিবালয়ে দর্শনার্থী পবেশ নিষেধ এমনকি পাবলিক জমায়েতের সকল স্থানগুলোকে। আপাতত এই ব্যবস্থা নেয়া আশু দরকার।
জনগণকে রক্ষা করতে হলে কিন্তু কঠোর হওয়া দরকার। জনগণের সমর্থন সবসময় জনকল্যাণের সঙ্গে যুক্ত।
ডাক্তারদের সুরক্ষা কিট দেয়া আশু প্রয়োজন?????? নতুবা ডাক্তাররা ভালো চিকিৎসা করতে পারবেন না এমনকি নিজেরাও আতঙ্কগ্রস্থ হয়ে চিকিৎসাদান থেকে বিরত থাকবেন অথবা আক্রান্ত হয়ে পড়বেন। প্রথমে ডাক্তারদের সুরক্ষা; তারপরে রোগী এবং এর আশে-পাশের লোকজন।

Leave a Reply

Your email address will not be published.