অকারণে বের হলেই পুলিশের জেরার মুখে

প্রশান্তি ডেক্স॥ করোনাভাইরাস প্রতিরোধে ঢাকার রাস্তায় গত বৃহস্পতিবার থেকে চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এছাড়া মাঠে থাকবে সেনাবাহিনী। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে পুলিশের জেরার মুখে পড়তে হবে। তবে সংবাদপত্রসহ জরুরি সেবা এই কড়াকড়ির আওতামুক্ত থাকবে।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রয়োজন ছাড়া কেউ যেন ঢাকায় রাস্তায় বের না হন, সেটা নিশ্চিত করা হবে। তবে যাদের প্রয়োজন আছে তারা নির্ভয়ে বের হবেন। পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ে বিভিন্ন পর্যায়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা বৈঠক করেছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী গত ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন পুলিশ প্রশাসন যেন সৌহাদ্যপূণ্য আচরণের মাধ্যমে জনগণকে বুঝিয়ে ঘরে ফেরার ব্যবস্থা করেন। সরকারও এই একই নির্দেশনা দিয়েছেন। লোকজন যাতে রাস্তায় বের না হতে পারে, সেটা নিশ্চিত করতে বলেছেন আইজিপি। এদিকে গতকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ শুরু করেছে সশস্ত্র বাহিনী। রাস্তায় টহল দেওয়ার কাজ করছেন না সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাঁরা বিভিন্ন এলাকায় গিয়ে নাগরিকদের সঙ্গনিরোধের বিষয়টি নিশ্চিত করছেন। প্রসঙ্গত,মহামারি করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৭৫৯ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বাংলাদেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। আক্রান্ত হয়েছেন ৪৪ জন। এ রিপোর্ট লেখা পযন্ত ভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১জন।

Leave a Reply

Your email address will not be published.