প্রশান্তি ডেক্স॥ মহামারী করোনায় বাংলাদেশেও ক্রমাগতভাবে বাড়ছে আক্রানন্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩ জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ জনে। এর মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের হিসেবে প্রাণ হারিয়েছেন ২ জন। তবে স্থানীয়ভাবে আরো কয়েক বিদেশ ফেরত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ভাইরাসটির গণহারে সংক্রামণ ঠেকাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর হচ্ছে রাজধানী ঢাকাও। জনসমাগম কমাতে ইতোমধ্যে নেয়া হয়েছে নানা উদ্যোগ। ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্র, সঙ্কুচিত করা হয়েছে মুজিববষের মূল আয়োজন আর স্থগিত করা হয়েছে বিভিন্ন খেলাধুলাসহ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠানমালা। পাশাপাশি বিশ্বের সঙ্গে বাংলাদেশেও বিমান ও সড়ক যোগাযোগও বন্ধ করে দেয়া হয়েছে। সর্বশেষ গতকাল মাদারীপুরের শিবচরের পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাও ‘লকডাউন’ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে জেলা প্রশাসক ভিন্নমত পোষণ করেছেন বলে জানা গেছে। এদিকে করোনা ভাইরাস ঠেকাতে বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। গতকাল রোববার থেকেই এই নির্দেশনা কার্যকর শুরু হয়েছে। সকল হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আদালত ও দেশের সকল বিমানবন্ধর বন্ধের নির্দেশনা আসতে পারেও বলে জানিয়েছে একটি সূত্র। ২৫-৩১ মার্চ পযর্ন্ত দেশের শপিংমলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তবে ফার্মেসি, সুপারশপ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমদ। স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অন্যদিকে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। ইতোমধ্যেই ১৮৮টি দেশ ও অ লে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন। করোনা মোকাবেলায় বিভিন্ন দেশ জরুরি অবস্থা জারির পাশাপাশি অনেক দেশে সাটডাউন আবার অনেক দেশ লকডাউন করার ঘোষণা দিয়েছে। দেশে করোনায় আক্রান্ত বেড়ে ২৭ করোনা ভাইরাসে দেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন। এ ছাড়া সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরো দুজন, ফলে মোট সুস্থ হয়েছেন পাঁচজন। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি। অর্থাৎ করোনায় দেশে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দু’জনই। আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে জানান, দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হিসেবে আরো ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭। এ ছাড়া আগে আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এবার নতুন করে আরো দুজন সুস্থ হয়েছেন। ফলে মোট পাঁচজন সুস্থ হয়েছেন।
আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলার জন্য আরেকটু সময় নিচ্ছি-আইইডিসিআর: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দু’জন রোগী মারা যাওয়ার পরে এবং আক্রান্তের সংখ্যা আগের তুলনায় বেড়ে গেলেও দেশের বর্তমান অবস্থাকে কমিউনিটি ট্রান্সমিশনের ?পর্যায় বলতে রাজি নয় আইইডিসিআর। গতকাল রোববার কভিড-১৯ এর বিষয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ মন্ত—ব্য করেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলার জন্য আরেকটু সময় নিচ্ছি। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। এক প্রশ্নের উত্তরে মীরজাদী সেব্রিনা বলেন, । যেমন- আপনারা যে রোগীর কথা বলছেন (টোলারবাগে মৃত রোগী) তার ক্ষেত্রে আমরা তাদের পাশে বিদেশ থেকে এসেছেন এমন দুই ব্যক্তির সন্ধান পেয়েছি। আমরা তাদের নমুনা সংগ্রহ করেছি। আমরা দেখতে চাই তাদের সংক্রমণ ছিল কিনা, ওই ব্যক্তির করোনা সংক্রমণ এদের কাছ থেকে এসেছে কিনা। তাদের একজনের ক্ষেত্রে আমরা সমস্ত তথ্য সংগ্রহ করছি। আমরা এক্সটেনসিভভাবে তাদের তথ্য সংগ্রহ করছি। অন্য জনেরও করছি। অন্যক্ষেত্রে আমরা যেমন কন্টাক্টফেসিং করি, লক্ষণ উপসর্গ হওয়ার চারদিন আগে থেকে করি। ১৪ দিন আগে থেকে লক্ষণ উপসর্গ হয়, তাই এখানে ১৪ দিন আগে থেকে করছি। প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা চাই যে সোর্স অব ইনফেকশন কন্টাক্ট তাকে আইডেন্টিফাই করতে। কারণ, কমিউনিটি ট্রান্সমিশনের বিষয়টা হচ্ছে যখন সোর্স অব ইনফেকশন আইডেন্টিফাই করতে পারছি না। সোর্স অব ইনফেকশনটা আইডেন্টিফাই করতে পারলে পরবর্তী সংক্রমণটা প্রতিরোধ করা যাবে। সে জন্য আমরা তাদের ১৪ দিন পেছনে গিয়ে তাদের সমস্ত তথ্য নিচ্ছি। এমনকি বিভিন্ন দফতরে তারা যেখানে গেছেন সেখানকার সিসিটিভি ফুটেজ পর্যন্ত আমরা সংগ্রহ করেছি। অবজারভ করছি সেখানে সংক্রমণ হতে পারে এ রকম কেউ আছে কিনা। এখন আমাদের সব তথ্য সংগ্রহ শেষ হয়নি। আমরা তথ্য যখন পেয়ে যাব তখন যদি কমিউনিটি ট্রান্সমিশন হয় সেটাও আপনাদের জানাব। আর যদি তা না হয়, সেটাও আপনাদের জানাব। রাজধানীর মিরপুরে করোনায় মারা যাওয়া ব্যক্তির কমিউনিটি ট্রান্সমিশন হয়েছিলেন কি-না তা যাচাই-বাছাই করছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মিরপুরে করোনায় মৃত ব্যক্তি কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হয়েছিলেন কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে। সিলেটে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় মারা গেছেন সন্দেহই সৎকারের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তার মৃত্যুর কারণ কভিড-১৯ কি-না তা সে বিষয়টি রিপোর্ট হাতে পেলে জানা যাবে। সিলেটে করোনা সন্দেহে নারীর মৃত্যু, পরিবারের সবাই কোয়ারেন্টাইনে সিলেট প্রতিনিধি ইমরান আহমদ জানান, সিলেটে করোনা ভাইরাস সন্দেহে মারা যাওয়া যুক্তরাজ্যে প্রবাসী নারীর বাসার সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। গত রোববার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে এক জন নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে বাসার সবাইকে এ নির্দেশনা দেন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আবুল কালাম বলেন, সিলেটে করোনা ভাইরাস সন্দেহে নিহত নারীর পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। তবে পুরো শামীমাবাদ লকডাউন করার সিদ্ধান্ত হয়নি। এর আগে গত রোববার ভোরে ৩টার দিকে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা লন্ডন ফেরত নারীর মৃত্যু হয়। ৬১ বছর বয়স্ক ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে সিলেট ফেরেন। এরপর ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। ফেব্রুুয়ারি-মে মাসের গ্যাস বিল জরিমানা ছাড়াই দেয়া যাবে জুনে: আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে বিভিন্ন ব্যাংকে প্রায় একই সময়ে উপস্থিত হতে হয়। বিল পরিশােধের জন্য এমন ভিড় থেকেও করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে। তাই চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস বিল জুন মাসের যে কোনো দিন জরিমানা ছাড়াই পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। গত রোববার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ট্রেনের অগ্রিম টিকিট ৫ দিনের বেশি নয় ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে পাঁচ দিন আগে থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত রোববার রেলমন্ত্রীসহ রেলের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে কোনো অবস্থায় ট্রেনের চলাচল কমিয়ে ফেলার প্রয়োজন হলে অগ্রিম টিকিটের টাকা ফেরত দিতে হবে। তাই ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি হলে তা কিছুটা ঝামেলা হয়ে যাবে। তাই অগ্রিম টিকিট বিক্রির সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান বিচারপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ করোনা ভাইরাসের কারণে ‘আদালত বন্ধ হবে কি-না’ সে বিষয়ে পরামর্শ দিতে গত রোববার (২২ মার্চ) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে বের হয়ে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এ সঙ্কটময় মুহূর্তে আদালত বন্ধের বিষয়ে প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘নির্বাহী বিভাগ কী কী ব্যবস্থা নিয়েছে- সেগুলো দেখে আদালত বন্ধ হবে কি-না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। গত ২৬ মাচের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে আদালত বন্ধের বিষয়ে সিনিয়র আইনজীবীদের সঙ্গে কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন। তিনি বলেন, আমরাও এ মুহূর্তে আদালত বন্ধের পক্ষে। আজ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে এ বিষয়ে জানাব। ইতালিতে না ফেরার দেশে আরেক বাংলাদেশি: ইতালিতে ফরিদ খান নামে (৬০) এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শনিবার আনুমানিক সময় রাত ১০টায় দেশটির ত্রিয়েসতে নামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অস্ট্রেলিয়ায় সারা দেশে শাটডাউন বিস্তারিত ঠেকাতে সারা দেশে শাটডাউন জারি করেছে অস্ট্রেলিয়া। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় প্র ধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুসারে, সোমবার দুপুর থেকে বার, ক্লাব, জিমনেসিয়াম ও প্রার্থনালয় বন্ধ থাকবে। রেস্তোরাঁ ও ক্যাফে খোলা থাকলেও শুধু খাবার কেনা যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রবিবার অস্ট্রেলীয় মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে মরিসন দেশজুড়ে শাটডনের ঘোষণা দেন। দেশটিতে গত কয়েক দিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত রোববার পর্যন্ত অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১৫ জনে পৌঁছেছে। মত্যু হয়েছে ৭ জনের। দুই সপ্তাহের মধ্যেই ইতালির মতো ‘মৃত্যুপুরী’ হবে যুক্তরাজ্য! করোনা ভাইরাস মহামারীতে গত কয়েকদিনে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্ত ত ৭৯৩ জন, যা এখন পর্যন্ত যে কোনো দেশের জন্যই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। অথচ দু’সপ্তাহ আগেও দেশটির পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল না। কিন্তু জনগণের অসচেতনতা আর সরকারের গা-ছাড়া মনোভাবের কারণে দ্রুতই পাল্টে গেছে চিত্র। খুব শিগগিরই এমন পরিস্থিতি হতে পারে যুক্তরাজ্যেও। ভারতের পশ্চিমবঙ্গ ও নয়াদিল্লি লকডাউন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গ ও রাজধানী নয়াদিল্লিতে লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ সোমবার সকাল ৬টা থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্তত দিল্লিতে লকডাউন বলবত থাকবে বলে জানিয়েছেন তিনি। বিশ্বে মৃত্যু ছাড়িয়েছে ১৩ হাজার, আক্রান্ত ৩ লাখের বেশি: বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে তিন লাখের কোটা পার হয়েছে মোট আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই ১৮৮টি দেশ ও অ লে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সবশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন। চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৭৯৭ জন কোভিড-১৯ রোগী। চিকিৎসাধীন ১ লাখ ৯৮ হাজার ৭৭৮। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৩০০ জনের অবস্থা সঙ্কটাপন্ন। চীনে গতকাল নতুন করে ৪৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ছয়জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ছে ৮১ হাজার ৫৪ জন,মৃত্যু ৩ হাজার ২৬১ জনের। করোনা প্রতিরোধে সাদুল্লাপুর উপজেলা ‘লকডাউন’, জেলা প্রশাসনের ভিন্নমত
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলাকে ‘লকডাউন’ (অবরুদ্ধ) ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সাদুল্লাপুরের হবিবুল্লাপুরে দুই আমেরিকা প্রবাসীর আত্মীয় করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় গতকাল রোববার ওই উপজেলাকে লকডাউনের ঘোষণা দিয়েছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ। এদিকে সাদুল্লাপুর উপজেলাকে ‘লকডাউন’ করা হয়নি বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। উপজেলা নির্বাহী অফিসারের ‘লকডাউন’ করার ঘোষণাকে মেনে নেয়নি জেলা প্রশাসন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে জেলা প্রশাসক বলেছেন, সাদুল্লাপুরে কোনো রোগী ডিটেক্ট হয়নি। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। চিঠিটা আমি দেখেছি। চিঠি যিনি ইস্যু করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সাদুল্লাপুরে কোনো রোগী ডিটেক্ট হয়নি। একটি বিয়ে বাড়িতে বিদেশি আত্মীয় যাওয়ার ঘটনার প্রেক্ষিতে দুইজন অসুস্থ হয়ে পড়েছে। সেজন্য শুধু ওই বাড়িটি কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এছাড়া উপজেলার পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমরা ওই দুইজনকে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। জানা গেছে, সাদুল্লাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সাদুল্লাপুর উপজেলাকে ‘লকডাউন’ করার ঘোষণা করা হয়। গত রোববার বিকেলে উপজেলা প্রশাসন ০৫. ৫৫. ৩২৮২. ০০০. ১৮. ১০৭. ১৯. ২৬২ নং স্মারকে বলা হয়েছে যে, উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের জনৈক শচিন্দ্র নাথ মন্ডলের ছেলে কাজল মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারী দু’জন আমেরিকা প্রবাসী আত্মীয় করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হয়েছে এবং ওই অনুষ্ঠানে প্রায় চার-পাঁচশ’ লোক দাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত শনিবার ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে বিয়ে অনুষ্ঠানে অংশ নেয়া লোকজন ভোট প্রদান করেছেন মর্মে জানা যায়, এ অবস্থায় ভাইরাসটি দ্রুত সংক্রমণ ঘটতে পারে মর্মে আশু সম্ভাবনা রয়েছে। ফলে অত্র উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সাদুল্লাপুর উপজেলাকে ‘লকডাউন’ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, লকডাউন সংক্রান্ত চিঠিটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। মূলতঃ ওই বাড়ি এবং আশপাশের এলাকার লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য এবং করোনা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে অবস্থান করছেন।