প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স॥ বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস আতঙ্ক। একাধিক দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার ক্রমেই বেড়ে চলেছে। আর সেই কারণে বাধ্য হয়ে বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে লকডাউন। কিন্ত এই লকডাউনের মধ্যে বিয়ে করার কারণে বর ও কনেসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকাতে। নিয়ম বিরুদ্ধভাবে এই কাজের জন্য প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাত্রের নাম জাবুলানি জুলু এবং পাত্রির নাম নমথন্দাজ খিজ। এদের বিয়েতে লকডাউন ভেঙে উপস্থিত হয়েছিলেন ৫০ জন। পরে খবর পেয়েই পুলিশ গিয়ে সেখান থেকে সকলকে গ্রেফতার করে। আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ক্রমেই ভাইরাল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, বর-কনেসহ সকলে পুলিশের গাড়িতে উঠছে। দক্ষিণ আফ্রিকাতে এটি লকডাউনের দ্বিতীয় সপ্তাহ। যদিও পুরো বিষয়টি ওই নবদম্পতি মেনে নিয়েছে। পরে তাদের মোটা টাকা জরিমানার পরিবর্তে মুক্তি দেওয়া হয়। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকাতে ১৮৪৫ জন আক্রান্ত এবং মারা গেছেন ১৮ জন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post