মাদারীপুরে ত্রাণের তালিকা নিয়ে দু’গ্রুপের মারামারি

প্রশান্তি ডেক্স ॥ মাদারীপুরে ত্রাণ বিতরণের তালিকা তৈরী করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ৩ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শিবচর পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের পূর্ব শ্যামাইল এলাকায় খালেক কাজী ও নজরুল শেখ গ্রুপের মধ্যে এ সংঘষের ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। এই নিয়ে ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক শেখ ওই এলাকার যুবক খালেক কাজী ও নজরুল শেখকে তাদের দুই পরিবারের ত্রাণের সুবিধাভোগীদের তালিকার নামধারিদের আইডি কার্ড সংগ্রহের জন্য দ্বায়িত্ব দেন। গত (বৃহস্পতিবার) সকালে নজরুল শেখের সাথে তালিকা তৈরি নিয়ে খালেক কাজীর ভাই সাহাবুদ্দিন কাজীর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল শেখ তার পরিবারের হিরু শেখ, আফতাব শেখ, সুর্য শেখ ও মহসীনকে নিয়ে সাহাবুদ্দিন কাজীকে মারধর করেন। এসময় তার চিৎকারে তার ভাই হৃদয় ও আরিফ এগিয়ে আসলে তারাও আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক পূর্বপশ্চিমকে বলেন, আমরা গত কয়েকদিন ধরে এলাকার গণ্যমান্যদের সাথে নিয়ে সুবিধাভোগীদের তালিকা তৈরী করেছি। আমি কয়েক মাস যাবত অসুস্থ। তাই আমি নজরুল ও সাহাবুদ্দিনকে ওদের দুই পরিবারের সুবিধাভোগীদের আইডি কার্ড গুলো আমার কাছে দিতে বলেছি। এই নিয়ে মারামারি কেন হলো, তা আমি জানি না। তবে আমরা বিষটি জানার চেষ্টা করছি। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, আমরা ঘটনাটি শোনার পরে ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.