ডা. মঈনকে ‘বীরযোদ্ধা’ বললেন…মাশরাফির

প্রশান্তি ডেক্স \ সুনামগঞ্জের ‘গরিবের ডাক্তার’ খ্যাত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ডা. মঈন উদ্দিনের (৪৭) দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের নাদামপুর নিজ বাড়িতে পিতা-মাতার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। মঈনের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সদ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেটদলের অধিনায়কের পদ থেকে অবসর নেয়া ক্রিকেটার ও নড়াইল ২ আসনের সম্মানিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। গত বৃহস্পতিবার বেলা ১১ টা ১৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্ট থেকে ডা. মঈন উদ্দিনের উদ্দেশ্যে দেয়া মাশরাফির স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডাঃ মোঃ মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মত। বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত।
দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তক একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন। মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মত নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি- “স্যালুট”।’

Leave a Reply

Your email address will not be published.