চট্টগ্রাম মহানগরে অসহায়দের পাশে শিক্ষা উপমন্ত্রী

বা আ ॥ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের উদ্যোগে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী নিজে এসব সামগ্রী গরিবদের হাতে তুলে দেন। নগরীর ২২নং এনায়েত বাজার ওয়াডের গোয়ালপাড়ার কেদারনাথ তেওয়ারি কলোনি ও আশপাশের এলাকায় অসহায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ৬ এপ্রিল ২১ নম্বর জামালখান ওয়াডের বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য। সমাজসেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর ব্যবস্থাপনায় এই ত্রাণ বিতরণ করা হয়। জানা যায় তিন হাজার গরীব দুঃখীর মাঝে পর্যায়ক্রমে এই ত্রাণ বিতরণ করা হবে। পাশাপাশি নগরীর এক্সেস রোড এলাকায় কারা পরিদর্শক আজিজুর রহমানের সহায়তায় দক্ষিণ আগ্রাবাদ ওয়াডের হাজারখানেক লোককে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ৮ এপ্রিল চট্টগ্রাম মহানগরীর মধ্যবিত্ত পরিবারগুলোর সমস্যার কথা বিবেচনা করে ‘জরুরী সেবা নাম্বার’ ০১৩১৮৩২৬০১৬ চালু করেছেন চট্টগ্রাম-৯ আসনের সাংসদ। এই নম্বরে নগরীর মধ্যবিত্ত পরিবারের সম্মানিত কর্তাব্যক্তি ফোন করলে সকলের অগোচরে পৌছে যাবে ত্রান সামগ্রী। জরুরিী এই সেবা গ্রহণকারীদের সকল প্রকার পরিচয়ও গোপন রাখা হবে। অগোচরে সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার অর্থ কষ্টে ভুগলেও পারিবারিক ও সামাজিক মান সম্মানের বিষয়টি চিন্তা করে তাঁরা সাহায্য নিতে দ্বিধা করেন। তাঁদের এই আত্মসম্মানবোধের কথা বিবেচনায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মধ্যবিত্ত পরিবারের জন্য এ জরুরী সেবা চালু করেছেন। পহেলা এপ্রিল নগরীর জিইসি অদূরে বাটাগলিতে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে এক হাজার দিনমজুর ও মেহনতি নারী পুরুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের কোন ঘাটতি নেই। প্রতিটি মানুষ যাতে খাদ্য পায়, সুচিকিৎসা পায় সে ব্যবস্থা তিনি নিয়েছেন। দেশে কোন কিছুর অভাব হবে না। এই বিশ্বমহামারী করোনা ভাইরাসের মোকাবেলায় আমাদের সচেতন হতে হবে। যতক্ষণ আমরা সচেতন হবো না কারো একার পক্ষে এতবড় ঝুঁকি মোকাবেলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published.