প্রশান্তি ডেক্স ॥ অন্য জানাজার ছবি দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের মায়ের জানাজার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন। মামলায় ১৩টি ফেসবুক আইডির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ভোররাতে আইনমন্ত্রীর মা জাহানারা হক ঢাকার অ্যাপেলো (এভার কেয়ার) হাসপাতালে মারা যান। ওইদিন বিকেলে ঢাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। কিন্তু একটি কুচক্রি মহল অন্য একটি জানাজার নামাজের ছবি এডিট করে আইনমন্ত্রীর মায়ের জানাজার নামাজের সাথে যুক্ত করে ফেসবুকে অপপ্রচার করে আইনমন্ত্রী ও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, রাত ৯টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এজহারে ১৩টি ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর কথা উল্লেখ করা হয়েছে। তদন্তদ করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post