ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় বুগির-বামুটিয়া গ্রামবাসীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে সাড়ে ছয় লাখ টাকা মালামাল ৩২০টি পরিবারের অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকটি পরিবারকে ১০কেজি চাল, দুই কেজি আটা, চার কেজি আলু, এক কেজি ডাল, দুই লিটার সয়াবিন তৈল, দুই কেজি পেয়াজ, একটি সাবান, এক কেজি মুড়ি ও নগদ সাড়ে পাচঁশ টাকা দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. ইউনুছ, সমাজ কর্মী মো. আবু ইউসুফ, ইউপি সদস্য মো. কামাল হোসেন প্রমুখ। এ ছাড়াও গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তালতলা সাফিয়া করিম ফাউন্ডেশনের উদ্যোগে তালতলা, আড়াইবাড়ি, বিশারাবাড়িসহ পৌর এলাকার আশে-পাশের কয়েকটি গ্রামের ৪৫০টি পরিবারের অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে আলু , পিয়াজ, মরিচ, তৈল, মুরগী, সাবান, ট্যাং ও নগদ অর্থ। এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত রেজা রতন। এদিকে কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের ডেনমার্ক প্রবাসী আবদুর রহিমের ব্যক্তিগত উদ্যোগে দুইশতাধিক পরিবারের কর্মহীন মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post