মোদীর সাড়ে ৮ হাজার কোটি টাকার বিলাসবহুল বিমানে যা যা রয়েছে

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিদেশ সফরের জন্য উন্নত প্রযুক্তির বিমান ব্যবহার করতেন এতোদিন। সেটা ছিল বোয়িং ৭৪৭। এই বিমান বদলে শিগগিরই আসছে বোয়িং ৭৭৭। যুক্তরাষ্ট্র থেকে ৮ হাজার ৪৫৮ কোটি টাকা ব্যয়ে দুটি বোয়িং বিমান কিনেছে ভারত। চলতি বছরের জুলাইতে ফ্লোরিডার হেডকোয়ার্টার থেকে ভারতে আনা হবে বিমান দুটি। এই বিমানে মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। অর্থাৎ বোয়িং ৭৭৭ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানের মতোই সুরক্ষিত থাকবে। থাকছে সেল্ফ প্রোটেকশন স্যুট। এর মাধ্যমে শত্রুপক্ষের র্যাডারকে অনায়াসে জ্যাম করে দেওয়া যায় এবং হিট সিকিং মিসাইলকে দূরে সরিয়ে রাখা যায়। বড় এয়ারক্রাফটগুলোতে মিসাইল থেকে রক্ষা পেতে লার্জ এয়ারক্র্যাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার সিস্টেম (এলএআইআরসিএম) থাকে। বোয়িং ৭৭৭ এও তাই থাকছে। সেল্ফ ডিফেন্স সিস্টেম ছড়াও এতে রয়েছে একটি কনফারেন্স রুম। রয়েছে পেসেন্ট ট্রান্সপোর্ট ইউনিট। আছে অন বোর্ড ওয়াইফাই সিস্টেম। এ ছাড়া ২ হাজারেরও বেশি মানুষের খাবার সংগ্রহ করে রাখার সক্ষমতা রয়েছে বিলাসবহুল এই বিমানের।

Leave a Reply

Your email address will not be published.