এই ওষুধে ২৪ ঘণ্টায় দূর হবে করোনা, দাবি গবেষকদের

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ভয়াবহ করোনা ভাইরাসকে হয়। তারা জানান, এই ওষুধের কোনও খারাপ প্রভাব হয় না, পাশাপাশি সারা পৃথিবীর সব দেশেই এই ধরণের ওষুধ সহজেই পাওয়া যায়। অস্ট্রেলিয়ার মেলবোনের মোনাস বায়োমেডিসিন ডিসকভারি ইউনিভার্সিটির চিকিৎসকেরও মত, এই ওষুধের এক মাত্রা দেওয়ার পরই কাজ শুরু হয় এবং তারপর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভাইরাসের মৃত্যু হয়। করোনাভাইরাস যে পৃথিবীর সব দেশেই মৃত্যুযজ্ঞ চালাচ্ছে তাকে শেষ করতে এই ওষুধের ব্যবহার ‘পজিটিভ’ ফল দেবে বলেই এই চিকিৎসা বিজ্ঞানীদের দাবি। ফ্লোরিডার ব্রোবার্ড হেলথ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, এর আগেও বিভিন্ন সহজে সংক্রমণকারী রোগের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহারে সাফল্য এসেছে। একইভাবে উটাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের মত ফুসফুসে জোরালো সংক্রমণ থাকা রোগী যাদের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাদের ক্ষেত্রেও ইনভার্টিমাইসিন ওষুধ কাজ করে।

Leave a Reply

Your email address will not be published.