করোনায় চীনের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে যুক্তরাষ্ট্র…ট্রাম্প

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তিনি চীনের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। করোনা ভাইরাস গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শুরু হয়ে বর্তমানে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। য়াইট হাউসে সোমবার ব্রিফিংকালে ট্রাম্প বলেন, চীনের ব্যাপারে আমরা সন্তুষ্ট নই। কারণ আমরা মনে করি ভাইরাসটির যেখানে উৎপত্তি সেখানেই এটি শেষ হয়ে যেতে পারতো।তিনি আরো বলেন, এটি খুব দ্রুতই শেষ হয়ে যেতে পারতো। তাহলে আর পুরো বিশ্বে ছড়িয়ে পড়তো না। সম্প্রতি জার্মান পত্রিকার সম্পাদকীয়তে করোনার কারণে অথনৈতিক ক্ষতি হিসেবে চীনের প্রতি জার্মানীকে ১৬৫ বিলিয়ন মার্কিন ডলার দেয়ার আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র্রও কি একইরকম চিন্তা করছে কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আমরা এরচেয়েও সহজ কিছু করতে পারি। জার্মানীর চেয়েও আমরা আরো বেশি পরিমাণ অথের কথা ভাবছি। তবে আমরা এখনও অর্থের চূড়ান্ত পরিমাণ ঠিক করিনি। তিনি বলেন, এটি পুরো বিশ্বের ক্ষতি, এই ক্ষতি যুক্তরাষ্ট্রের। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এ পযন্ত ৫৫ হাজারেরও বেশি লোক মারা গেছে। থমকে গেছে দেশটির পুরো অর্থনীতি এবং কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ লোক। সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published.