প্রশান্তি ডেক্স ॥ গৃহহীন ও হতদ্ররিদ্রদের তালিকা তৈরি করতে প্রানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘একইসঙ্গে এসব মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।’ গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ওবায়দুল কাদের এই তথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, ‘এই তালিকা তৈরি করে প্রশাসনকে সহযোগিতা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে। অনেক মানুষ আছে, যাদের কোনো ঘর নেই। রেল স্টেশন, টার্মিনাল, ফ্লাইওভার খোলা আকাশের নিচে অসংখ্য শিশুসহ অনেক মানুষ আজকে থাকছেন। মুজিববষের অঙ্গীকার হিসেবে গৃহহীনদের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী গৃহহীনদের তালিকা তৈরির কাজে উপকমিটি ও আমাদের নেতারা প্রশাসনকে সহযোগিতা করবেন।’ এ সময় দলীয় কার্যালয় থেকে ভিডি কনফারেন্সে যুক্ত ছিলেন সভাপতিমন্ডীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ রহমত উল্লাহ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, উপদপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য শাহবুদ্দিন ফরাজী, শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ।