পৃথিবীর পাশ ঘেঁষে চলে গেলো গ্রহাণু

প্রশান্তি ডেক্স ॥ পৃথিবীর পাশ কেটে বেরিয়ে গেল প্রায় ২ কিলোমিটার চওড়া একটি গ্রহাণু। গত বুধবার ভোরে এটি পৃথিবীকে পাশ কাটিয়ে যায়। খবর নাসা ও স্পেস ডট কমের। পৃথিবী থেকে প্রায় ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে ছুটে গেছে গ্রহাণুটি। সৌর জগতের হিসাবে এই দূরত্ব তেমন কিছু নয়। তবে পাশ দিয়ে গ্রহাণুর ছুটে যাওয়ার ঘটনায় কোনো প্রভাব পড়েনি পৃথিবীর ওপর। ঘটনার সময় মহাকাশের দিকে চোখ রেখেছিলেন নাসার বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা জানান, যদি এটি পৃথিবীর সঙ্গে কোনোভাবে ধাক্কা খেত তাহলে ভয়ংকর বিপদ হতো পৃথিবীর। সম্প্রতি এই গ্রহাণুর ছবি তুলেছেন মহাকাশবিদরা। একটি অবজারভেটরি থেকে সেই ইমেজ প্রকাশ্যে আনা হয়েছে। দেখা গিয়েছে, প্রায় ২ কিলোমিটার চওড়া এই গ্রহাণু সাইজে মাউন্ট এভারেস্টের অর্ধেক। অনেক গবেষক জানান, আগামী ২০৭৯ সাল অবধি এই গ্রহাণু থেকে নিশ্চিস্ত হতে পারে বিশ্ববাসী। কারণ ২০৭৯ সালের আগে এটি পৃথিবীর কাছে আর ফিরবে না বলে মনে করা হচ্ছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারি চলছে। এই ভাইরাস থেকে বাঁচতে মানুষের মাস্ক পরা এখন প্রায় বাধ্যতামূলক। সারা পৃথিবীর মানুষ এখন মাস্ক পরার অভ্যাস করে ফেলেছেন। এমন আবহে এই গ্রহাণু ঘিরে ব্যাপক উত্তেজনা চড়েছিল। কারণ, গ্রহাণুটি নাকি পৃথিবীর দিকে ছুটে আসছে মুখে মাস্ক পরে, এমন গুজব-গুঞ্জন ডালপালা মেলেছিল। মহাকাশবিদরা জানান, এই গ্রহাণুর ভৌগোলিক বৈশিষ্ট্য এমন যে, দেখে মনে হচ্ছে এটিকে ফেস মাস্ক পরানো হয়েছে। আসলে গ্রহাণুটি পর্বতের মতো উঁচু-নিচু। সেই জন্যই এর এমন চেহারা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.