সর্বপ্রথম কসবায় সরাসরি কৃষকের নিকট হতে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥সর্বপ্রথম কসবা উপজেলায় বোরো সংগ্রহ ২০২০ আওতায় সরাসরি কৃষকের নিকট হতে ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পানিয়ারূপ গ্রামের কৃষক হাজী বাচ্চু মিয়ার বড়িতে গিয়ে ৫০ মণ ধান ক্রয়ের মাধ্যমে উদ্বোধন করলেন বোরো ধান সংগ্রহ অভিযান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কৃষি বিভাগের উপ-পরিচালক রবিউল হক মজুমদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরী, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, কসবা পৌরসভার সাবেক কাউন্সিলর আবু তাহের, ছাত্রলীগ কসবা উপজেলার সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম, কৃষক নেতা আনোয়ার হোসেন উজ্জল উপস্থিত ছিলেন । সামাজিক দূরত্ব বজায় রেখে ওই কৃষকের উঠুনে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বৈশ্বিক মহাদূর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষি খাতকে প্রধান্য দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সকলকে কাজ করতে হবে। এ সময় তিনি তাৎক্ষনিক কৃষকের ধান ক্রয়ের চেক হাতে তুলে দেন। এর পূর্বে জেলা প্রশাসক কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা কৃষি বিভাগের ব্যবস্থাপনায় শাকসবজির বীজ বিতরণ ও ১০ জন কৃষানী মাকে শিশুখাদ্য বিতরণ করেন। ওই সময় তিনি ফোরকান মিয়া নামক এক চাষীকে হারভেস্টার মেশিন হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published.