স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া নির্দেশ

প্রশান্তি ডেক্স ॥ গার্মেন্টস কারখানাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ঢাকা ও আশপাশের গার্মেন্টস অধ্যুষিত এলাকার স্থানীয় শ্রমিকদের দিয়েই কারখানা চালানো হবে। তাই বাইরে থেকে শ্রমিকরা আসবেন না, অহেতুক তাদের আসার প্রয়োজনও নেই।’ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা ও আশপাশের এলাকার স্থানীয় শ্রমিকদের বাইরে অন্য এলাকার শ্রমিকরা যাতে না আসেন, সে জন্য তাদের বকেয়া বেতন-ভাতা সব পরিশোধের জন্য বলা হচ্ছে। এরই মধ্যে ৯৭ ভাগ কারখানার মাচের বেতন দেওয়া হয়েছে। বাকিদেরও নির্ধারিত সময়ে বেতন দিয়ে দিতে বলা হয়েছে। আসাদুজ্জামান খান আরও বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা আমাদের জানিয়েছেন, তারা কোনও শ্রমিককে আসতে বলেননি। ভবিষ্যতেও তারা এটা করবেন না, যখন পযন্ত পরিস্থিতির উন্নতি না হয়। তারা শ্রমিকদের বেতনের বিষয়টিও স্পষ্ট করে নিশ্চিত করে গেছেন। কাজেই অহেতুক শ্রমিকদের ঢাকায় আসার কোনও প্রয়োজন নাই। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বৈঠকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি রুবানা হক। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.