জীবন অর্থনীতি বাঁচাতেই শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত

প্রশান্তি ডেক্স ॥ সাধারণ ব্যবসায়ীদের জীবন এবং দেশের অর্থনীতি বাঁচাতেই সরকার শপিংমলসহ দোকান-পাট খোলার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, করোনা এক সময় থাকবে না। কিন্ত মানুষ থাকবে। মানুষের বেঁচে থাকার স্বার্থে সীমিত আকারে হলেও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে। নইলে অর্থনীতির ক্ষতি কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হবে না। করোনার ভয়াবহতার মধ্যেই শপিংমলসহ ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গেই মতামত জানতে চাওয়া হয় মহাজোট সরকারের মুখপাত্র মোহাম্মদ নাসিমের কাছে। তিনি বলেন, করোনার থাবায় গোটা বিশ্ব ক্ষতিগস্ত। এমন মহামারি আগে দেখা যায়নি। যে কারণে রাষ্ট্রগুলো বুঝে ওঠতে পারছে না, আসলে করণীয় কী। পরিস্থিতি মোকাবিলায় নানা সিদ্ধন্ত নিতে হচ্ছে। আবার সিদ্ধান্তে পরিবর্তনও আনতে হচ্ছে। কয়েক দফা ছুটি বাড়ানো হলো। মার্কেট বন্ধ। কোনো হিসাব মেলানো যাচ্ছে নাসিম বলেন, বৈশাখ একটি বড় উৎসব। ব্যাপক বেচাকেনা হয়। এবারে তা হলো না। রোজার মাসকে উপলক্ষ করেই অনেকের জীবিকা। অথচ শুরু থেকেই বন্ধ। এভাবে চললে অনেক মানুষ পথে বসে যাবে। তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। সরকারকে এটিও ভাবতে হয়। এ কারণেই শপিংমলসহ মার্কেট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিনে খোলা রাতে বন্ধ থাকার ব্যাপারে বলেন, এটি মূলত একটি বার্তা। মানুষ সচেতন থেকে সীমিত পরিসরে যেন বেচাকেনায় অংশ নিতে পারে সেই জন্যই এমন সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে মানুষকে কর্মযজ্ঞে ফেরাতে পারলে জীবন, অর্থনীতি দুটোই বাঁচানোসম্ভব।

Leave a Reply

Your email address will not be published.