প্রশান্তি ডেক্স ॥ মার্কিন বিলিওনার এলন মাস্ক তার সদ্যজাত সন্তানের নামের উচ্চারণ রহস্য জানিয়ে বলেছেন মস্তিষ্কের নতুন প্রযুক্তির কারণেই মানুষ আর কথা বলবে না। গত বৃহস্পতিবার মার্কিন কৌতুক অভিনেতা ও উপস্থাপক জো রোগানের প্রশ্নের উত্তরে এলন মাস্ক এ কথা বলেন। আরটি এলন মাস্কের ষষ্ঠ সন্তান এটি। তার নাম রাখা হয়েছে ইংরেজি অক্ষর ‘এক্স এই এ-১২’ অনুসারে। এর ব্যাখ্যা দিতে গিয়ে মাস্ক বলেন, নামের প্রথম অক্ষর শুধু ইংরেজি অক্ষর এক্স, এরপর এই’এর উচ্চারণ হবে এ্যাশ এবং এ-১২ আমার পক্ষ থেকে থেকে দেয়া যার অর্থ হচ্ছে আরসেনজেল-১২ বা দেবদূত। বা আমার পার্টনার গ্রিমসের পছন্দ অনুযায়ী যুক্তরাষ্ট্রের এসআর-৭১ বিমানের বিষয়টিও এর সঙ্গে জড়িয়ে আছে। মাস্ক বলেন মানুষ কথার পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মস্তিষ্কর স্নায়ুজালের বার্তার মাধ্যমে ভাবের আদান প্রদান করবে এবং এধরনের প্রযুক্তিকে বলা হচ্ছে ‘নিউরালিঙ্ক’ প্রযুক্তি যেখানে মানুষের মাথায় একটি ব্যাটারি চালিত ডিভাইস সংযুক্ত করে দেয়া হবে। বছর খানেকের মধ্যে এধরনের প্রযুক্তিতে মানুষ অভ্যস্ত হয়ে উঠবে। উচ্চারণ যোগ্য নয় এমন সাঙ্কেতিক নামও সহজে ও স্পষ্টভাবে অনুধাবন করা সম্ভব হবে। মাস্ক এও বলেন ভাষার কি পরিণতি হবে আমি জানিনা। মানুষ ইতিমধ্যে সাইবর্গের অংশ হয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীক হয়ে উঠেছে যার আপগ্রেডের প্রয়োজন হবে মাত্র। আবেগের বশে হয়ত মানুষ কথা বলতে চাইবে। বা কথা তার কাছে মুখের আওয়াজ বলেও মনে হবে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post