অন্ডকোষ চেপে চার সন্তানের বাবাকে হত্যা করল কলেজছাত্রী

প্রশান্তি ডেক্স ॥ ঠাকুরগাঁওয়ে ঝগড়া থামাতে গিয়ে চার সন্তানের এক বাবার অন্ডকোষ চেপে ধরে হত্যার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক কলেজছাত্রীর বিরুদ্ধে। গত শুক্রবার সকালে জেলার রানীশংকৈল উপজেলায় পদমপুর শালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, ওই কলেজছাত্রীর নাম জবেদা বেগম। জবেদা ওই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের সুফিয়া বেগমকে (৮০) বাড়ির কাছের একটি রাস্তায় ডেকে নিয়ে মারধর করছিল ওই কলেজছাত্রী। এ সময় ওই বৃদ্ধাকে বাঁচাতে যায় প্রতিবেশী আব্দুল লতিফ। এক পর্যায়ে জবেদা ক্ষিপ্ত হয়ে চার সন্তানের বাবা লতিফের অন্ডকোষ চেপে ধরে। এতে ওই ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলে এবং ঘটনাস্থলেই মারা যান। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘নিহত লতিফের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওই কলেজছাত্রীর বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published.