প্রশান্তি ডেক্স ॥ করোনা সংক্রমণ প্রতিরোধে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কমরত সংবাদকর্মীদের মাঝে ৫৬টি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সহ সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন গাজীপুর জেলার পুলিশ সুুপার (এসপি) শামসুন্নাহার পিপিএম। এসপি শামসুন্নাহারের ব্যাক্তিগত উদ্যোগে করোনাযুদ্ধে ফ্রন্ট লাইনের যোদ্ধা গণমাধ্যমকর্মী তথা সাংবাদিকদের সুরক্ষায় এসব পিপিই প্রদান করা হয়। গত বৃহস্পতিবার (৭ মে) সকালে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুুপারের পক্ষে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক ও পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের হাতে তুলে দেন। এ সময় বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকার, সাংবাদিক বিল্লাল হোসেন, রিয়াদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কমরত সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, বর্তমানে করোনা আক্রান্তের দিক দিয়ে রাজধানী ঢাকার পরে নারায়ণগঞ্জের অবস্থান। এর পরেই রয়েছে পোষাক কারখানা অধ্যুষিত গাজীপুর জেলা। ইতিমধ্যে বিশেষজ্ঞরা গাজীপুরকে করোনার হটস্পট হিসেবে মন্তব্য করেছেন। এ জেলায় করোনা আক্রান্তের দিক দিয়ে ৫ উপজেলার মধ্যে কালীগঞ্জ উপজেলার অবস্থান শীর্ষে। এ উপজেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সেবা সংম্লিষ্ট, পুলিশ কর্মকর্তা ও ইউএনও অফিসের কর্মচারীসহ মোট ৯১ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে থেকে ৫ চিকিৎসক, ৩ নার্স ও ১ পুলিশ সদস্যসহ ৩৭ জন সুস্থ্য হয়ে ফিরেছেন। গত ১২ এপ্রিল এ উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়। এরপর থেকে কালীগঞ্জে বেড়েই চলছিল করোনা আক্রান্তের সংখ্যা। এপ্রিলের শেষের দিকে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা অনেক কমেছে। তারপরও করোনা আক্রান্তের দিক দিয়ে উপজেলার ৫ উপজেলার মধ্যে এখনও শীর্ষেই রয়েছে। তবে এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এখনো পযন্ত কোন রোগীর মৃত্যু হয়নি। সূত্র আরো জানায়, ১২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এ উপজেলায় ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর থেকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমরত ৬ জন চিকিৎসক, ৮ জন নার্স ও কর্মচারী ৩১ জন, পুলিশ সদস্য ১৭ জন, উপজেলা প্রশাসনের ৪ জন এবং এর বাহিরে রয়েছে আরো ৪৬ জনসহ মোট ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসপি শামসুন্নাহার পিপিএম জানান, দেশের করোনা পরিস্থিতিতেও পুলিশের মত সাংবাদিকরা ঘরে বসে নেই। স্থানীয় করোনা পরিস্থিতিসহ মাঠের সকল খবরা-খবর তুলে আনছেন। এজন্য নিজের সেফটির জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের উপহার।