১১ জুন সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরইমধ্যে বাজেট উত্থাপনের পস্তুতি নিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার একটি অডিও বার্তার মাধ্যমে এ কথা জানান অর্থমন্ত্রী। চলতি বাজেটের মেয়াদ শেষ হয়ে আসায় জুন মাসেই আগামী অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। তাই সাধারণ ছুটি উপেক্ষা করে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বাজেট প্রণয়নের কাজ করে যাচ্ছেন। বাজেটকে আরো অংশগ্রহণমূলক করতে ওয়েবসাইটের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত নিচ্ছে অর্থ মন্ত্রণালয়। নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের আগে স্টেকহোল্ডাররা ওয়েবসাইটে মতামত দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published.