কসবায় বিজিবি’র পক্ষ থেকে শতাধিক অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভচন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পক্ষ থেকে পৌর এলাকার করোনা আতংকে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। রোববার (১০ মে) দুপুরে সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনস্ত কসবা বিওপির উদ্যোগে শতাধিক কর্মহীন মানুষের মাঝে এ সকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পৌর ঈদগাহ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান। এ সময় কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান ও কসবা পৌর কাউন্সিলর মো.আবু জাহের সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনস্ত উপজেলার মঈনপুর ক্যাম্পে এলাকার ৯০ জন অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে এসকল খাদ্য বিতরন করেন বিজিবি কর্মকর্তাগন।

Leave a Reply

Your email address will not be published.