প্রত্যেকে শতাব্দীর ‘২০ সালেই কেন ফিরে আসে মহামারি

প্রশান্তি ডেক্স ॥ করোনার ভয়াল থাবায় সমগ্র বিশ্ব এখন কাঁপছে । বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে মৃত্যুর বেড়ে ২ লাখ ৯২ হাজার ৮১৬ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৪০ হাজার ৫৮ জন। কিন্তু খেয়াল করে দেখেছেন কেন প্রত্যেক শতাব্দীর ‘২০ সালেই বারেবারে ফিরে আসে মহামারি। এটা কি শুধুই কাকতালীয় ব্যাপার নাকি কোনও ব্যাখ্যা রয়েছে এই পেছনে। এর উত্তর আজও সকলের কাছে অজানা। এই শতাব্দীতে মহামারি হিসাবে ফিরে এসেছে করোনা। যেন এক মৃত্যু মিছিল চলছে বিশ্বজুড়ে। সারা পৃথিবীতে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি হিসাবে আখ্যা দিয়েছে। তবে এটাই কিন্তু প্রথম নয় আগেও প্রতি শতাব্দীর ২০ সালে ভয়াবহ সব মহামারি প্রাণ কেড়েছিল বহু মানুষের। ২০২০-এর আগে ১৭২০ সালে ফ্রান্সে হানা দিয়েছিল ‘প্লেগ’, ১৮২০ সালে ‘কলেরা’, ১৯২০ সালে ‘স্প্যানিস ফ্লু’ আর ২০২০ সালে আবারও মহামারি হয়ে ফিরে এসেছে ‘করোনা ভাইরাস’। প্রতি শতাব্দীর ভয়াবহ মহামারি প্রাণ কেড়েছে লক্ষাধিক মানুষের। তবে প্রতি শতাব্দীর মহামারির মধ্যে ‘স্প্যানিস ফ্লু’-এর হানায় বিশ্ব জুড়ে প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ প্রান হারিয়েছিল যা এখন পযন্ত সর্বাধিক। যদিও এখন বিজ্ঞান অনেক উন্নত করোনাকে হয়ত রুখে দেওয়া সম্ভব। কিন্তু খেয়াল করে দেখুন তো কেন ১০০ বছর পর পর বিশ্বে ফিরে আসে মহামারি আর প্রাণ কাড়ে লক্ষাধিক মানুষের। সঠিক ব্যাখ্যা আছে কি? উত্তর রয়েছে কি কারও কাছে? প্রকৃতির নিয়ম নাকি সবটাই কাকতালীয় ঘটনা? না, এর উত্তর আজও সকলের অজানা কেন প্রতি ১০০ বছর পর পর বিশ্বে মানুষের প্রাণ নিতে হাজির হয় মহামারি। পৃথিবীতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা কোথাও কারও কাছেই থাকে না। ঠিক এটাও তারই মধ্যে একটা ঘটনা। যার উত্তর বা ব্যাখ্যা কোনও টাই জানা নেই মানুষের কাছে । পূর্বপশ্চিমবিডি/জিএম

Leave a Reply

Your email address will not be published.