ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে অসহায় ও কর্মহীন হয়ে পরা কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের ৩’শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকের নামে বাদৈর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামাল খানের নিজস্ব অর্থায়নে কর্মহীন হয়ে পরা সিএনজি, অটো চালক ও হতদরিদ্রদের আজ শনিবার (২৩ মে) সকালে ৩’শ প্যাকেট ঈদ উপহার সমগ্রী বিতরণ করেন। ঈদ উপহার সমাগ্রীর মধ্যে রয়েছে পুলাউয়ের চাল, চিনি, সেমাই, দুধ, পিয়াজ, আটা ইত্যাদি।
এসময় উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, অর্থসম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক রুবেল আহমেদ, সদস্য ভজন শংকর আচার্য্য, বিজয় টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জলসহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাদৈর ইউনিয়ন পরিষদ চেয়রম্যান আলহাজ্ব জামাল খান বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি’র নামে আমি আজকে ৩’শ পরিবারের মাঝে ঈদ উপহার সমগ্রী দিচ্ছি। করোনাভাইরাসের শুরুতেও অসহায় ও কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমি সবসময় অসহায়দের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ।