ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায় ও দরিদ্রদের মাঝে হাজী সুন্দরআলী ফাউন্ডেশনের উদ্যোগে সুন্দর আলী পরিবারে নিজস্ব অর্থায়নে ৪’শ টি প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, পুলাউয়ের চাল, নুডুলস, সেমাই, দুধ, আটা, চিনি, কিসমিস, তৈল, আলু, পিয়াজ, সাবান এবং লবন। গতমঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা আড়াইবাড়ী গ্রামের প্রবাসী সাবেক কসবা পৌর কাউন্সিলর ফকরুল আমিন দুলালের সহযোগীতায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল হান্নান।
এ সময় সাবেক কসবা পৌর কাউন্সিলর আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম, সাবেক ছাত্র নেতা শরিফুল ইসলামসহ সাংবাদিক, শিক্ষক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধানে ছিলেন রিমন, বিল্লাল, সুমন, মামুন, তুহিন ও স্কাউট সদস্য বৃন্দ।