ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কোভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় গতকাল বুধবার দুপুরে কসবা উপজেলার কুটি ইউনিয়নের ইয়াকুবনগর আইয়ূব মাফিয়া উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি বলেন, বিশ্বে এই ভাইরাস মহাসংকট সৃষ্টি করেছে। এই ভাইরাস থেকে বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ বিভাগ প্রণিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে হবে। তিনি জনগণকে আতংকিত না হয়ে মনোবল বাড়ানোর আহ্বান জানান।
তিনি ওই সময় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায় ও দরিদ্রদের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ৪’শ প্যাকেট ত্রাণসমাগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। জেলা পরিষদের সদস্য ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আইয়ূব আলী ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সেক্রেটারি ও জেলা পরিষদ প্রধান নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান। এসময় জেলা পরিষদের চেয়্যারমেনের ব্যক্তিগত সহকারী মো. আলম, কুটি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আইয়ূব মাফিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ সমাজের পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।