সিরাজগঞ্জে নৌকাডুবি; ভেসে উঠল একে একে ১২টি লাশ

প্রশান্তি ডেক্স॥ যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উত্তর খাষকাউলিয়া ও কাঠালিয়া চর এলাকা থেকে গত শুক্রবার (২৯ মে) দুপুরের দিকে আরও দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি লাশ উদ্ধার করা হয়েছে।

boot accident in water and death

সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহীনুর কবির বলেন, সকালে খাস কাউলিয়ার চর ও দুপুরে কাঁঠালবাড়ি এলাকায় নদীতে ভাসমান মরদেহ দু’টি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

গত ২৬ মে দুপুরে এনায়েতপুর থেকে ৭৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। ওই সময় ঘটনাস্থল থেকে শিশুসহ দুইজন ও খাস কাউলিয়ার চর থেকে একজনের মরদেহ উদ্ধার হয়।

গত বুধবার (২৭ মে) জোতপাড়া ও স্থলচর এলাকা থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌহালী ও এনায়েতপুর থানাধীন যমুনা নদীর বিভিন্ন চরাঞ্চল থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার হয়। গত শুক্রবার (২৯ মে) চৌহালীর খাস কাউলিয়ার চর ও কাঁঠালবাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে মোট ১২ জনের মরদেহ উদ্ধার করা হলো।

Leave a Reply

Your email address will not be published.