ওষুধ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা সিনিয়র নার্স

প্রশান্তি ডেক্স ॥ রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সরকারি ওষুধ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন সিনিয়র স্টাফ নার্স তপন কুমার। তিনি প্রতিষ্ঠানটির জরুরি বিভাগের ইনচার্জ হিসেবে কর্মরত।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে হাসপাতালের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ২৫-৩০ হাজার টাকা মূল্যের অ্যান্টিবায়োটিক ওষুধ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তপন কুমারকে আটকের পর শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, সিনিয়র স্টাফ নার্স তপন কুমারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ চুরি করে আসছিলেন তপন। তিনি স্বাধীনতা নার্সেস পরিষদের প্রতিষ্ঠাতা নেতা।

Leave a Reply

Your email address will not be published.