‘অর্থ-বিত্ত নয়…করোনাকে মনে হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর’

প্রশান্তি ডেক্স ॥ মৃত্যুকে ভয় না পেয়ে সতর্ক হয়ে পরিস্থিতি সামাল দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বলেন, ‘প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। অর্থ-বিত্ত নয়, করোনাকে মনে হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর’ গত বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের শোক প্রস্তাবের ওপর আলোচনায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে, স্বাস্থ্যবিধি মেনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। সংসদের শুরুতে অধ্যাদেশসমুহ উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এরপর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়।

শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসে অনেক বিশিষ্ট ও প্রিয় মানুষকে হারিয়েছে দেশ।’ এ সময় তিনি প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সবার ভূমিকার প্রশংসা করেন।

আগামীকাল বৃহস্পতিবার ৪৯তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। ২৯শে জুন পাস হবে অর্থবিল। আর সবশেষ ৩০শে জুন বাজেট পাস হবে।

Leave a Reply

Your email address will not be published.