ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা আতংকে অসহায় ও কর্মহীদ দরিদ্র পরিবারের মাঝে বিতরন করলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুরে কসবা পৌর ঈদগাহ মাঠে সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনস্ত কসবা বিওপির তত্বাবধানে এলাকার ১১০টি অসহায় পরিবারের মাঝে এ সকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রদত্ত এ সকল খাদ্য সামগ্রী কর্মহীন মানুষের হাতে তুলে দেন বিজিবি কর্মকর্তাগন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ,ডাল,তেল, লবন, চিনি সহ অন্যান্য সামগ্রী।
এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সুলতানপুর ৬০ বিজিবি এর সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পিবিজিএমএস। এসময় আরো উপস্থিত ছিলেন কসবা পৌর কাউন্সিলর মো.আবু জাহের, হেলাল উদ্দিন ও রঙ্গু মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে একই দিনে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার বিওপি ক্যাম্পের তত্বাবধানে খিরনাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠেও ওই এলাকার করোনা আতংকে অসহায় ও কর্মহীন ১১০ টি পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিজিবির কর্মকর্তাগন উপস্থিত থেকে এ সকল খাদ্য সামগ্রী বিতরন করেন। ৬০ বিজিবির পক্ষ থেকে জানায়; বর্তমানে দেশব্যাপী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ফলে সারাদেশে লকডাউন এর কারণে লাখো লাখো মানুষ ঘর বন্দী হয়ে পড়েছে। এমতাবস্থায় ব্রাহ্মণবড়িয়া জেলার সুলতানপুর (৬০ বিজিবি) এর অধিনস্ত কসবা উপজেলার পৌর ঈদগাহ মাঠে কসবা বিওপি’র আওতাধীন সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ১১০টি এবং চন্ডিদার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা খিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই এলাকায় বসবাসকারী ১১০ টি হত দরিদ্্র পরিবারের মাঝে “বিদ্যানন্দ ফাউন্ডেশন” প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।