আ.লীগ জনগণের মধ্যে থেকে উঠে আসা দল…তথ্যমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ দেশের করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ত্রাণ বিতরণ করতে গিয়ে, মানুষকে সহযোগিতা করতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতা করোনায় আক্রান্ত, অনেকে মারা গেছেন। গত  মঙ্গলবার আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের দল জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল। আমাদের দল দুর্যোগ দুর্বিপাকে সর্বদা মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আওয়ামী লীগ জনগণের মধ্যে থেকে উঠে আসা দল, জনগণের জন্য কাজ করে।

গত সোমবার (২২ জুন) দুপুরে অনলাইনে করোনা বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী জীবন রক্ষার পাশাপাশি মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করছেন। মানুষের জীবিকা রক্ষার জন্যই সীমিত আকারে সব কিছু খুলে দিয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, জীবন রক্ষা এবং জীবিকা রক্ষা, দু’টোর মধ্যে সমন্বয় করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দায়িত্ব তার পাশে থাকা।

একই প্রসঙ্গে ইউরোপ, আমেরিকার উদাহরণ টেনে তথ্যমন্ত্রী বলেন, জীবিকা রক্ষার তাগিদে ইউরোপের দেশগুলোও সবকিছু চালু করেছে। জীবিকা রক্ষার তাগিদে মার্কিন যুক্তরাষ্ট্রেও সব কিছু চালু করা হয়েছে। জীবিকা রক্ষার তাগিদে চায়নাতে, যেখানে করোনা সূত্রপাত, সেখানেও সব কিছু চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা মৃত্যুঞ্জয়ী নেত্রী। তিনি সবসময় মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে জনগণের সেবা করে গেছেন, সেবা করে যাচ্ছেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন। বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সম্মানের আসনে আসীন করেছেন। করোনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ (চলছে), এই সময় হাত গুটিয়ে বসে থাকার নয়, অলস হয়ে বসে থাকার নয়; সেটি প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.