শুভ জন্মদিন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম জন্মদিনে নিরন্তর শুভকামনা এবং অভিনন্দন জানাই দেশবাসীসহ সকল নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাংখীদের। বরাবরের মত এবারের জন্মদিনটি ব্যতিক্রম হিসেবে আভিভুত হয়েছে জাতি তথা বিশ্ববাসীর সামনে। এমন দিন এসেছিল পুর্বে কিন্তু সেই দিনগুলিকেও অতিক্রম করে নতুন এক বার্তা নিয়ে পৃথিবীতে নতুন করে দায়িত্ব নেয়ার প্রত্যয়ে হাজির হয়েছে ভার্চুয়াল উদযাপনের মাধ্যমে। তবে এই ভার্চুয়ালিটিই আমাদেরকে সৃষ্টিকর্তা, মানবিকতা এবং স্বচ্ছতা ও নৈতিকতা এমনকি ঈমান ও আমলের গুরুত্ববহ করে তুলতে ভুমিকা রাখছে এবং রাখবে। তবে মানুষ মানুষের মিলনমেলার, আবেগের যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা কিন্তু সম্পর্কউন্নয়নের ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে এমনকি ক্ষমা ও ভালবাসা প্রকাশের ক্ষেত্রে অদৃশ্য এক বাউন্ডারীর বলয় তৈরী করে ফেলেছে। তাই ঐ বাউন্ডারী ভেঙ্গে বলয় ভেদ করার এখনই সময়। ঘরে বসে নয় বরং সকলে মিলে ঐক্যের সুদৃঢ় বন্দনে আবদ্দ হয়ে বর্তমানের বাধাকে কাটিয়ে উঠে আগামীর বাংলাদেশ তথা বিশ্ব নের্তৃত্বের দায়িত্ব নিয়ে অংশীদারিত্বসহ খোদায়ী রাজত্ব কায়েমের পথে এগিয়ে যেতে হবে।
ঐ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পথ দেখাতে এবং বাস্তবায়ন করতে অগ্রণী ভুমিকা রাখতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমান নের্তৃত্বের গুণাবলীতে আবদ্ধ হউক বিশ্ব সম্প্রতি এবং অভিজ্ঞতা ও দূরদর্শীতায় এগিয়ে যাক থমকে দাড়ানো পৃথিবী। পাশবিকতা, অমানবিকতা, জেল-জুলুম, নির্যাতন, প্রাকৃতিক দুর্যোগ মেকাবেলা, রোগ বালাই মোকাবেলা, মনুষ্য সৃষ্ট সকল নেতিবাচক দুর্যোগ মোকাবেলা, ষড়যন্ত্র এবং শয়তানের শয়তানি থেকে দেশ তথা বিশ্বকে মুক্ত করার দায়িত্বও নিতে প্রস্তুত হতে হবে। এখনই সময় দায়িত্ব নেয়ার। বিশ্ব এখন নেতা খুজছেন এবং সৃষ্টিকর্তা এখন সুযোগ দিচ্ছেন নেতৃত্ব নিয়ে ও দিয়ে সৃষ্টিকর্তার অভিপ্রায় পুন:প্রতিষ্ঠা করার। আসুন আমরা সবাই স্ব স্ব অবস্থান থেকে নেতা ও নের্তৃত্বকে সেবকের মানদন্ডে পুনরায় পূন প্রতিষ্ঠিত করি। সৃষ্টিকর্তার ইচ্ছাকে আমাদের জীবনে প্রধান্য দিয়ে এগিয়ে নিয়ে যায়।
আজকের দিনে বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাস পুনব্যক্ত না করে বরং নতুন আঙ্গিকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম জন্মদিন বা প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন এমনকি মূলমন্ত্রে উজ্জ্বীবিত হই। সেবা ও সেবক এই দুই মানুষিকতায় বেড়ে উঠতে সাহায্য করি এমনকি নিজেরাও বেড়ে উঠি। আমরা অনেক কিছুই করতে চাই আবার অনেক কিছুই করতে চাই না কিন্তু এটা চাইনা যে, সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে কি করাতে চান? আসুন এখন থেকে আমরা নিজের ইচ্ছায় নয়, নিজে থেকে নয় বরং সৃষ্টিকর্তার ইচ্ছায় এবং তাঁর পরিচালনায় পরিচালিত হই, নেতা, নেত্রী, কর্মী ও সমর্থক সকলেই মিলেমিশে দল ও দেশকে সেবার মাধ্যমে উপযুক্ত হয়ে বিশ্ব নের্তৃত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুতি লই। সৃষ্টিকর্তা প্রস্তুত আমাদের হাতে দায়িত্ব দিতে; প্রয়োজন শুধু সৃষ্টিকর্তার আহবানে সাড়া দিয়ে সামনে এগিয়ে যাওয়ার।


নিজেদের সকল ভুলত্রুটিগুলো পিছনে ফেলে, ক্ষমা চেয়ে তৌবা করে অনুশোচনার মাধ্যমে পরিবর্তন হয়ে আগামীর জন্য প্রস্তুত হওয়ার সময় এখনই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিজেকে অনুসন্ধান করে শুদ্ধি অভিযানে নেমে পরি আর অসীম ও স্বসীম দায়িত্ব দুটোই কাঁধে তুলে নিয়ে কাজে নেমে পড়ি। সময় অল্প এবং পৃথিবী এখন শেষের দিকে দ্রুত লয়ে দৌঁড়াচ্ছে; তাই এই অল্প সময়েই কাজটুকু শেষ করতে হবে। আল্লাহও চান আমরা যেন এই অল্প সময়ে তাঁর কাজটুকু শেষ করে দিই এবং চিরস্থায়ী বসবাসের আবাসভূমিতে সকলে মিলে আনন্দ আর আনন্দে মেতে থাকি।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৩ জুন)। ১৯৪৯ সালের এই দিনে ঢাকার রোজ গার্ডেনে জন্ম হয়েছিলো গণমানুষের এই দলটির। পুর্ব বাংলার স্বাধীনতার রূপকার বাংলাদেশ আওয়ামী লীগ এই দিনটিকে উদযাপন করছে এবার ব্যতিক্রমধর্মী উদ্যোগে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৩ জুন রাত একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করেছে আওয়ামী লীগ। ‘গণমানুষের দল আওয়ামী লীগ’ শীর্ষক এই ওয়েবিনার রাত ৮.৩০ মিনিটে দলের অফিসিয়াল ফেসবুক পেজ (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ধধিসরষবধমঁব.১৯৪৯/)ও ইউটিউব চ্যানেলে (যঃঃঢ়ং://িি.িুড়ঁঃঁনব.পড়স/ঁংবৎ/সুধষনফ/) সরাসরি দেখা যাচ্ছে। এছাড়াও দৈনিক ইত্তেফাক, বিডিনিউজ২৪, দৈনিক সমকাল, জাগোনিউজ২৪, বাংলানিউজ২৪, যুগান্তর এবং সময় টিভির ফেসবুক পেজ এবং বিজয় টিভির পর্দায় সরাসরি প্রচারিত হবে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক এবং জ্যেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সুভাষ সিংহ রায়।
বর্তমান আওয়ামী লীগ অনেক পরিপক্ক ও পুরোনে রাজনৈতিক সেবক দল। নতুন ও পুরানোর সংমিশ্রনে আগামীর আওয়ামী লীগের যাত্রা শুরু হউক নতুন আঙ্গিকে আর এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গিকার হউক আজকের ৭১তম জন্মদিনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হউক বাংলার মেহনতি মানুষের। শেখ হাসিনা দীর্ঘজীবি হউক আর আওয়ামী লীগের কান্ডারী হয়ে আগামীর বিশ্ব নের্তৃত্বের দায়িত্ব নিক। বাংলার আকাশের ঘণ মেঘ দূরীভূত হয়েছিল সেই ’৭১ এ এই আওয়ামী লীগের নের্তৃত্বে। আর আজ বিশ্বাকাশে যে কালো মেঘ দানা বেধেছে তা মুক্ত হবে এই আওয়ামী লীগের নের্তৃত্বে। সুতরাং সময় এখন আমাদের আর সৃষ্টিকর্তা স্বয়ং আমাদেরকে উৎসাহিত করে এবং সকল যোগানে উপযুক্ত করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ জন্মগ্রহণ করেছে আওয়ামী লীগের নের্তৃত্বে ও এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নের্তৃত্বে এবং সকল নোংরামি ও কালিমা দুর হয়েছে — হবে আওয়ামী লীগেরই নের্তৃত্বে। অতীতে আলো জ্বেলে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন পূরণ করেছিল বঙ্গবন্ধু আর এখন সেই স্বপ্নের পূর্ণতা দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই কন্যা জননেত্রী বিশ্ব মানবতার মা শেখ হাসিনা। আমরা বৃহৎ এই দলটির জন্মদিন সার্থক ও সফল হউক এই কামনা করে আগামীর গুরুদায়িত্ব নেয়ার আহবান জানিয়ে খোদার স্মরণে দিচ্ছি॥

Leave a Reply

Your email address will not be published.